এবকটু একটু করে এগোচ্ছে ক্রিকেট শুরুর প্রক্রিয়া। ক্রি’কেটাররা ব্য’ক্তিগত অনুশীলনে ফিরেছেন গেলো সপ্তাহে। ১৮ জন বোলার নিজেদের কিছুটা ঝালিয়েও নিয়েছেন।
এবার সে তা’লিকায় যোগ হলো আরো ৩৭ জনের নাম।আ’পাতত টা’র্গেট ওয়েস্ট ই’ন্ডিজের বিপক্ষে টেস্ট ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। প্রাথমিক দল নিয়ে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প।
আবা’রো এ’কসঙ্গে মাঠে নামার অপেক্ষায় বেন স্টোকস, ইয়ন ম’রগ্যান, জো রুট, জস বাটলার, জেমস এন্ডারসন, স্টু’য়ার্ট ব্র’ড, জোফরা আর্চাররা।ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পারফরম্যান্স ডিরেক্টর মো বোব্যাট ব’লেন, খেলোয়াড়দের আবারো ট্রেনিংয়ে ফেরাটা স’ত্যিই দারুণ ব্যাপার। ত
বে, এই অ’বস্থানে আসতে আমাদের অনেক হিসেব-নিকেশ করতে হয়েছে। আমরা আবারো আন্তর্জাতিক ক্রি’কেট খেলতে যাচ্ছি। যখন দল নির্বাচনের স’ময় আসবে, এই পুল থেকে নির্বাচকরা অনেক বিকল্প পাবেন।পেশা, ধ্যান, জ্ঞান যখন খেলা, তখন তা মাঠে ফে’রার উচ্ছ্বাস থাকা’টাই স্বাভাবিক। তবে, ভাবতে হচ্ছে স্বা’স্থ্য সুরক্ষা নিয়েও।বিশ্ব ক্রিকে’টের অন্যতম প্রভাবশালী বোর্ড ইসিবির সিস্টেম গোছালো হওয়াটাই স্বা’ভাবিক।
এদিকে, খে’লাটার ভবি’ষ্যৎ নির্ধারণে ভারতীয় বোর্ডের বর্তমান কমিটির হাতে আইসিসির সিস্টেম পরিচালনার ভার তুলে দিতে চাইছে অনেক মহল। সব বোর্ডের প্র’ধান নি’র্বাহীদের টেলি-কনফারেন্সে বিসি’সিআইয়ের সেক্রেটারি জয় শাহ’এর ভূমিকা প্রশংসনীয় ছিলো।
বর্ত’মানে আ’ইসিসির চে’য়ারম্যানের পদে দায়িত্বরত আছেন বিসিসিআইয়ের সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর। যার মেয়াদ শেষ হবে জুলাইয়ে। শোনা যাচ্ছিলো, বি’শ্ব ক্রিকে’টের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারে বসতে আগ্রহী ভারতীয় বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গু’লিও।
দ’ক্ষিণ আ’ফ্রিকা জাতীয় দলেরসাবেক অধিনায়ক ও বো’র্ডের ব’র্তমান পরিচালক গ্রায়েম স্মিথের মতো অনেকেই এ বি’ষয়টিকে সমর্থনও দিয়েছেন।কিন্তু, বিসিসিআই কো’ষাধ্যক্ষ অরুণ ধু’মালের বক্তব্যের পর এ খবরকে স্রেফ গুঞ্জনই মনে হচ্ছে।
তার ভা’ষ্যমতে, তে’মন কোনো ভাবনাই নেই গাঙ্গু’লির। আর সে’টা যদি স’ত্যিই হয় তাহলে আইসিসির পরবর্তী নির্বাচনে চেয়ারম্যান পদের দৌড়ে ইসিবির চেয়ারম্যান কলিন গ্রেভসের পথটা বেশ মসৃণই হওয়ার কথা।