সৌদি আরবে করো’না ভা’ইরাসে আ’ক্রা’ন্তদের মধ্যে দুই তৃতীয়াংশ রো’গীই সু’স্থ হয়ে উঠেছে। সর্বশেষ গতকাল (২৫ মে) দেশটিতে একদিনে ২ হাজার ১৪৮ জন করো’না রো’গী সু’স্থ হয়েছে।
এ নি’য়ে মো’ট করো’না রো’গী সু’স্থের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৬৬৮ জন। যা প্রায় মোট শনা’ক্তের ৩ ভাগের ২ ভাগ। এই অব’স্থায় সৌদি আরবের প’রিস্থিতি ধীরে ধীরে স্বা’ভাবিক হওয়ার প্র’তিশ্রুতি দিয়েছে দেশটির স্বাস্থ ম’ন্ত্রণালয়।সৌদি আরবের স্বা’স্থ্য ম’ন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মাদ আব্দুল আলী জা’নিয়েছেন, দেশটিতে বর্তমানে সক্রিয় করো’না শনা’ক্ত রো’গী রয়েছে ২৮ হাজার ৭২৮ জন।
যা’দের ম’ধ্যে মা’ত্র ৩৮৪ জনের অবস্থা আশ’ঙ্কাজনক।এদিকে গতকাল দেশটিতে নতুন করো’না রো’গী শনা’ক্ত হয়েছে ২ হাজার ২৩৩ জন। এ নিয়ে দেশটিতে মোট করো’না রো’গীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৭৯৫ জনে।নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আব্দুল আলী জা’নান, সৌদিতে সর্বশেষ ২৪ ঘন্টায় মা’রা গেছে ৯ জন।
এ নি’য়ে দে’শে মোট মৃ’তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৯ জন।প’রিস্থিতি স্বা’ভাবিক হতে শুরু করায় দেশজুড়ে জা’রি করা কারফিউ ধীরে ধীরে তুলে নেওয়ার সিদ্ধা’ন্ত নিয়েছে সৌদি ক’র্তৃপক্ষ। ৩১ মে থেকে ২০ জুনের মধ্যে খু’লে দেওয়া হবে মসজিদগুলোও।
নি’রাপদ দূ’রত্ব বজায় রেখে সেখানে মানুষ নামাজ পড়তে যেতে পারবেন।সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, আগামী ২১ জুন থেকে সৌদি আরবে জা’রি করা কারফিউ প্রত্যাহার করা হচ্ছে। তবে শুধু পবিত্র মক্কা নগরীতে ব্য’তিক্রম থাকবে।
সে’খানে কা’রফিউ বহাল থাকবে। কিন্তু কারফিউর সময়সীমা কমিয়ে আনা হচ্ছে। সেখানে কারফিউ থাকবে বিকেল ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত।