“মাস্ক পড়ার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ”
এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের পক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশ কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসচেতনতা লক্ষে পথচারীদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। রোববার (২১ মার্চ) সকাল ১১ টায় কিশোরগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ বিপিএম-বার উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রসাশন) মো.মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম হোসেন , সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক পিপিএম, কমিউনিটি পুলিশিং এন্ড ইন্টেলিজেন্স (পরিদর্শক) জয়নাল আবেদিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।