রা’জধানীর বাদামতলীতে ফলের আড়তে অ’ভিযান চা’লিয়েছে র্যা’বের ভ্রাম্যমাণ আ’দালত। অ’ভিযানে ৪১ লাখ টাকা জরিমানা, ৪০ টন কার্বাইডে পাকানো অপরিপক্ব আম ও ৪ টন মেয়াদোত্তীর্ণ খেজুর জ’ব্দ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, চলমান কোভিড-১৯ সং’কটে এসব ফল খেলে রো’গ প্রতিরোধ ক্ষমতা কমার পাশাপাশি রয়েছে নানা রো’গে আ’ক্রান্ত হওয়ার ঝুঁ’কি।
ক’রোনার বৈশ্বিক সং’কট মো’কাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন মানুষের রো’গ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কথা বলছে, এমন অবস্থায় এসব কেমিক্যাল মেশানো অপরিপক্ব আম ও মেয়াদোত্তীর্ণ খেজুরে বাড়ছে স্বাস্থ্য ঝুঁ’কি।
প্রা’কৃতিক নিয়মে এই আম আরও ১০ থেকে ১৫ দিন পরে পাকার কথা থাকলেও, এক শ্রেণির অ’সাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের আশায় অ’পরাধে জড়িয়ে পড়ছে।রোববার র্যা’ব ১২ টি আড়তে অ’ভিযান চা’লিয়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কা’রাদ’ণ্ড ও ৪টি আড়ত সিলগালা করে দেয়।
র্যা’বের নির্বাহী ম্যা’জিস্ট্রেট সারোয়ার আলম বলন, একদম অপরিপক্ব আম। ক্যালসিয়াম কার্বাইট দিয়ে পাকানো হয়েছে।
আ’র খেজুরগুলো একদম পচে গেছে।এইসব অপরিপক্ব আম ও মেয়াদোত্তীর্ণ খেজুর খাওয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও র্যা’ব।