ক’রোনার মহামারী সত্ত্বেও ই’য়েমেনে হামলা অ’ব্যাহত রেখেছে সৌ’দি জোট।
প্রাণঘাতী ক’রোনাভা’ইরাসের মহামারী সত্ত্বেও দারিদ্র্যপীড়িত এবং যুদ্ধ কবলিত ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরবজোট।
ইয়েমেনে ক’য়েকটি সূত্র জানিয়েছে, সৌদি আরব ইয়েমেনের উত্তর, উত্তর-পশ্চিম, মধ্যাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে কয়েকদফা বিমান হামলা চালিয়েছে।উত্তরাঞ্চলীয় প্রদেশের আল-খোব এবং আশ-শাআব শহরের হামলা চালায়।
এ’কইভাবে হামলা চালায় শা’দা প্রবেশের শা’আদা অঞ্চলে এবং মধ্যাঞ্চলীয় বাইদা প্রদেশের কানিয়ে অঞ্চলে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের জনগণ যেহেতু অত্যন্ত নিম্নমানের জীবনযাপন করছে এবং তাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে গেছে সে কারণে করোনাভাইরাস ইয়েমেনের জন্য মারাত্মক রকমের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
Facebook Comments