দী’র্ঘদিন ধ’রে ঢাকায় মেয়ের বাসায় ছিলেন তিনি। এ সময় ক’রোনাভা’ইরাসে আ’ক্রান্ত হন এক মা। পরে একটি প্রাইভেটকারে ভাড়া করে নিজের বাড়ি ফিরে আসলেও তাকে ঢু’কতে দে’য়নি ছে’লে। এমনকি বাড়িতে তা’লাও ঝু’লিয়ে দেয় ছে’লে মানষ কুমার সাহা।
রা’নী সা’হা ব’র্তমানে মেহেরপুর ২৫০ শ’য্যা বিশিষ্ট জে’নারেল হা’সপাতালে ভ’র্তি রয়েছেন। তিনি আই’সোলেশনে আছেন বলে জানিয়েছেন হা’সপাতালের চি’কিৎসকরা।
গ’তকাল ম’ঙ্গলবার ঘ’টনাটি ঘটেছে মেহেরপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের তাতিপাড়ায়। ক’রোনায় আ’ক্রান্ত ওই মায়ের নাম পুষ্প রানী সাহা।স্থা’নীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তাতিপাড়ার প্রয়াত গোপীনাথ সাহার স্ত্রী পুষ্প রানী সাহা দীর্ঘদিন ধরে ঢাকায় মে’য়ের বাড়িতে ছিলেন।
এ স’ময় তি’নি ক’রোনায় আ’ক্রান্ত হন। মঙ্গলবার ঢাকা থেকে একটি ভাড়া করা প্রাইভেটকারে করে নিজ বাড়ি বাড়িতে আসেন তিনি। তবে তাকে বাড়িতে ঢু’কতে না দি’য়ে তা’লা ঝু’লিয়ে দেয় ছে’লে মানষ কুমার সাহা।পুষ্প রানী বেশ কিছুক্ষণ বাড়ির সামনে অবস্থান করেন।
এ’রপর ও’ই গাড়িতে করেই ঢাকা ফেরার সিদ্ধান্ত নেন তিনি। পরে খবর পেয়ে মেহেরপুর ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে হা’সপাতালে ভ’র্তি করেন।পুষ্প রানী সাহা বর্তমানে মেহেরপুর ২৫০ শ’য্যা বিশিষ্ট জে’নারেল হা’সপাতালে ভ’র্তি রয়েছেন।
তি’নি আই’সোলেশনে আছেন বলে জানিয়েছেন হা’সপাতালের চি’কিৎসকরা।