ক’রোনাভাইরাসে (কোভিড-১৯) আ’ক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘ’ণ্টায় আরও ২৪ জন মা’রা গেছেন।
ফ’লে ভা’ইরাসটিতে মোট ৪৩২ জনের মৃ’ত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ক’রোনায় আ’ক্রান্ত হি’সেবে শ’নাক্ত হ’য়েছেন আরও এক হা’জার ৬৯৪ জন।
এতে মোট আ’ক্রান্তের সংখ্যা বেড়ে দাঁ’ড়াল ৩০ হা’জার ২০৫ জনে।
শু’ক্রবার (২২ মে) দুপুরে স্বা’স্থ্য অ’ধিদফতরের ক’রোনাভাইরাস বি’ষয়ক নি’য়মিত হেলথ বু’লেটিনে এ তথ্য জানানো হয়।
বু’লেটিন উ’পস্থাপন করেন অ’ধিদফতরের অ’তিরিক্ত ম’হাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অ’ধ্যাপক ডা. না’সিমা সুলতানা।
চী’নের উ’হান শহর থেকে ছ’ড়িয়ে পড়া ক’রোনাভাইরাস এখন গোটা বি’শ্বকেই কাঁ’পিয়ে দিচ্ছে। এ ভা’ইরাসে বি’শ্বজুড়ে আ’ক্রান্তের সংখ্যা এখন ৫২ লাখ ছা’ড়িয়েছে।
মৃ’তের সংখ্যা তি’ন লাখ ২৫ হাজার প্রায়। তবে ২১ লা’খের মতো রোগী ই’তোমধ্যে সু’স্থ হয়েছেন।
বাং’লাদেশে প্র’থম ক’রোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ।
তা’রপর দিন গ’ড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আ’ক্রান্তের সংখ্যা।
ল’ম্বা হচ্ছে মৃ’ত্যুর মি’ছিলও।