প্রাণঘাতী ক’রোনা ভাই’রাস প্রতিরোধ যুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে ঢাকা মেট্রোপলিটন পু্লিশের আরো একজন সদস্য জীবন উৎসর্গ করেছেন। ডিএমপির মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে।মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের নাম মোঃ জালালউদ্দিন খোকা।
তি’নি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পূর্ব বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।শনিবার সন্ধ্যা ৭:১০ টায় তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃ’ত্যুকালে তাঁ’র বয়স হয়েছিলো ৪৭ বছর। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলায়।জালালউদ্দিন গত ২০ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষায় ২৬ এপ্রিল পজিটিভ এলে তিনি হাসপাতালে আইসোলেশনে থেকে চিকিৎসাধীন ছিলেন।
জালালউদ্দিন খোকাসহ এ পর্যন্ত ডিএমপির সাতজন পুলিশ সদস্য করোনাবাইরাসে শাহাদাতবরণ করেছেন।
বা’কী ৬ জ’ন হলেন- ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), পিওএম’র এসআই সুলতানুল আরেফিন (৪৪) এবং এসবির এসআই নাজির উদ্দীন (৫৫), শ্রী রঘুনাথ রায় (৪৮)।এরমধ্যে আশিক মাহমুদ এবং সুলতানুল আরেফিন জামালপুরের।
তা’দের দুজনের বাড়ি যথাক্রমে জামালপুরের মেলান্দহ ও সদর উপজেলায়।