লকডাউনে কাজ হা’রিয়ে রোজগার বন্ধ হওয়ায় আড়াই মাসের কন্যা স’ন্তানকে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে ভারতীয় এক দম্পতির বি’রুদ্ধে।ঘটনাটি ঘটেছে প’শ্চিম মেদিনীপুর জে’লায় ঘাটালে। পুলিশ ওই শি’শুটিকে উ’দ্ধার করেছে।বিবিসি জানিয়েছে, ওই এলাকার বাসিন্দা বাপন ধাড়ার স্ত্রী সওয়া ২ মাস আগে কন্যা স’ন্তানের জন্ম দেন।
তবে ল’কডাউনে রো’জগার বন্ধ হওয়ায় কোলের শি’শুকে সামান্য অর্থের বিনিময়ে এক নিঃস’ন্তান দম্পতির কাছে মেয়েকে বিক্রি করে দিয়েছেন তারা।খবরে বলা হয়, বাপন ধাড়া মুম্বাই, হায়দ্রাবাদের মতো নানা শহরে ঘুরে শ্র’মিকের কাজ করতেন, আর তার স্ত্রী পরিচারিকার কাজ করতেন।
কিন্তু ল’কডাউনের কা’রণে দুজনেরই সব রোজগার বন্ধ হয়ে যায়।তিনি বলেন, তারা সত্যিই খুব দরিদ্র। ঘরে কোথাও ত্রিপল টাঙ্গানো, কোথাও টালি লাগানো। আমরা যখন জানতে চাই যে কেন স’ন্তানকে বিক্রি করে দিয়েছিলেন, তখন ভদ্রলোক বলেন বিক্রি নয়, স’ন্তানকে লালন-পালন করার জন্য এক দম্পতিকে দিয়েছেন।
আমরা চে’পে ধরি, তাহলে টাকা নিলেন কেন? মাত্র আড়াই হাজার টাকার জন্য মেয়েকে বিক্রি করলেন? জবাবে তিনি আবারও সেই কথাই বলতে থাকেন।’বিশ্বনাথ সামন্ত বলেন, আমাদের কাছে স্পষ্ট যে তিনি টাকা নিয়েই মেয়েকে বিক্রি করেছেন। ওই শি’শুকে হাওড়া জে’লা থেকে উ’দ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘ’টনার পর এক মেয়েসহ শি’শুটির মা নি’খোঁজ রয়েছে। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি মা’মলা রুজু করেছে, আর শি’শুটির বাবাকে জেরা করা হচ্ছে।