ক’রোনা আক্রান্তের খ’বর পেয়ে গাজীপুর থেকে পা’লিয়ে টাঙ্গাইল!
ক’রোনাভা’ইরাস শনাক্ত হয়েছে জানতে পেরে গাজীপুর থেকে এক যুবক (২২) পালিয়ে টাঙ্গাইলের নাগরপুরে এসেছেন। তিনি গাজীপুরের চক্রবর্তীতে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।জানা গেছে, আক্রান্ত যুবক টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের পুগলী গ্রামের মালেক মিয়ার ছেলে।
এ ঘ’টনায় আক্রান্ত যুবকের বাড়িসহ আশপাশের ৫টি বাড়ি লকডাউন করেছে নাগরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর। এখন সে বাড়িতে লকডাউন অবস্থায় চিকিৎসাধীন আছেন।
এ বি’ষয়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.রোকনুজ্জামান খান বলেন, গাজীপুরের চক্রবর্তীতে একটি পোষাক কারখানায় কর্মরত সুজনের জ্বর সর্দির উপসর্গ দেখা দিলে গত ৬ মে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেলে নমুনা দিলে পর দিন তাকে ফোন করে তার করোনা পজেটিভের কথা জানানো হয়।
ক’রোনা পজেটিভ জেনে আক্রান্ত ওই যুবক কাউকে কিছু না বলে পরে নাগরপুরে তার বাড়িতে চলে আসে।তিনি আরও বলেন, সোমবার (১১ মে) বিকেলে আমরা বিষয়টি জানতে পেরে তার সাথে যোগাযোগ করে বাড়িতে থেকে চিকিৎসার বিষয়ে পরামর্শ দেই।
এ দি’কে তার করোনা পজেটিভের বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে।