ম’হামা’রী ক’রোনাভা’ইরাসেে আ’ক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সং’সদ সদস্য এবং জাতীয় ক্রিকেট দ’লের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শনিবার তা’র ক’রোনা আ’ক্রান্তের খবর নিশ্চিত করে যুগান্তরকে মাশরাফির মামা নাহিদুর রহমান ব’লেছেন, প্র’থম নমুনা পরীক্ষায় এমপি মাশরাফির কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। মাশারাফি এখন তার ঢাকার বাসায় রয়েছে।
মা’শরাফির ক’রোনা আ’ক্রান্তের খবর শুনে নিজের অফিসিয়াল ফেসবুকে জাতীয় দলের তারকা ক্রি’কেটার সাব্বির রহমান রুম্মন লেখেন, মাশরাফি ভা’ই কোভিড-১৯ আ’ক্রান্ত। প্রত্যেকেই ওনার সুস্থতার জন্য দোয়া করুন।
সা’ব্বির র’হমান ছাড়াও মাশরাফির জন্য দোয়া চেয়ে টুইট করেছেন, জাতীয় দলের তারকা ক্রিকেটার রুবেল হোসেন ও ইমরুল কায়েস।এর আগে মাশরাফির শাশুড়ি ও স্ত্রী সুমনা হক সুমির বড় বোন রিক্তা ক’রোনায় আ’ক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশ হয়।
তারা ঢা’কার এ’কটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জা’না গেছে।মাশরাফি কিভাবে ক’রোনায় আ’ক্রান্ত হয়েছেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে তিনি এখন ঢাকার নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।