জা’তিসংঘের স্বা’স্থ্যবিষয়ক সংস্থা ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) এর সাবেক শীর্ষ এক চিকিৎসক বলেছেন, বিশ্বে যে কোনও একটি ভ্যাকসিন আসার আগেই প্রাকৃতিকভাবেই ধ্বংস হয়ে যাবে প্রা’ণঘাতী এই করো’নাভাই’রাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক ক্যান্সার বিশেষজ্ঞ এবং বাকিংহাম মেডিক্যাল স্কুলের ডিন ক্যারোল সিকোরা টুইটারে এই মন্তব্য করেছেন।
তি’নি ব’লেছেন, ‘যেকোনও ভ্যাকসিন তৈরি হওয়ার আগেই এই ভাই’রাসটি স্বাভাবিকভাবে ধ্বংস হয়ে যাওয়ার সত্যিকারের সম্ভাবনা রয়েছে। ক্যারোল সিকোরা লিখেছেন, ‘আম’রা প্রায় সর্বত্রই ভাই’রাসটির একই ধরনের বৈশিষ্ট্য দেখছি- আমাদের প্রতিরোধ ক্ষমতা ধারণার চেয়েও বেশি বলে আমা’র স’ন্দেহ হয়।
ত’বে আমাদের ভাই’রাসটির বিস্তার ধীরগতি রাখা দরকার।যদিও এটি আপনা-আপনি ধ্বংস হয়ে যেতে পারে।’ তার এই মন্তব্য নিয়ে টুইটারে ব্যাপক আলোচনা শুরু হওয়ার আরেকটি টুইট করে বক্তব্য পরিষ্কার করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক এই কর্মক’র্তা। তিনি বলেছেন, ‘এটি আমা’র ব্যক্তিগত সর্বোচ্চ মতামত।
তি’নি শুধুমাত্র সম্ভাব্য একটি দৃশ্য তুলে ধরেছেন। যা বর্তমানের অজানা পরিস্থিতিতে সম্ভব হতে পারে।’ তবে এই বিজ্ঞানী বলেছেন, ‘আসলে শেষ পর্যন্ত নিশ্চিত কি হবে সেটি কেউই জানেন না। লোকজনকে সামাজিক দূরত্বের বিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।’