ব’র্তমানে আ’তঙ্কের এক নাম ক’রোনাভা’ইরাসে। এই অদৃশ্য শক্তির কারণে স্থবির হয়ে আছে বিশ্ব, থমকে আছে অর্থনীতির চাকা।
আর ঠি’ক এ’ই সময়ই সুখবর নিয়ে হাজির হলো চীন। তারা জানালো, ক’রোনাভা’ইরাসে প্রতিরোধের শত’ভাগ কা’র্যকর ভ্যাকসিন আবি’ষ্কার করতে স’ক্ষম হয়েছে।
খবর ডি’এনএ ই’ন্ডিয়াসম্প্রতি বানরের শ’রীরে একটি নতুন উদ্ভাবিত ভ্যাকসিন (প্রতিষেধক) প্রয়োগ করে শতভাগ সাফল্য পেয়েছেন চীনা গবেষকরা।
তারা ব’লছেন, প্র’চলিত ভাই’রাসপ্রতিরোধী প্রক্রিয়াই অনুসরণ করেই ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। কোনো প্রা’ণীর শ’রীরে এটি প্রয়োগ করলে অ্যা’ন্টিবডি তৈরি হয়, যা ভাই’রাস ধ্বং’স করতে সহায়তা করে।
ভ্যাক’সিনটির নাম ‘পিকোভ্যাক’। বেইজিংভিত্তিক প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক এ ভ্যাকসিন তৈরি করেছে। মার্চ মাসের শুরুতে রিসাস ম্যাকাকিউস প্রজাতির একদল বানরের শ’রীরে নতুন উদ্ভাবিত পি’কোভ্যাক ভ্যা’কসিনটি প্রয়োগ করেন চীনা গবেষকরা।
আর যে’সব বা’নরকে ভ্যাকসিন দেয়া হয়নি তাদের ফুসফুসে ক’রোনাভা’ইরাসেে উপস্থিতি পাওয়া যায়। তাদের মধ্যে কয়েকটির শ’রীরে নিউমোনিয়ার উপসর্গও দেখা দেয়।
উল্লেখ্য, ম’হামা’রী ক’রোনাভা’ইরাসে প্রতিরোধে এর ভ্যাকসিন তৈরিতে গ’বেষ’ণাগারে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। ভ্যাকসিনটির দ্রুত আবি’ষ্কারে ঝুঁ’কি নিয়েই সরাসরি মানবদের এর প্রাথমিক পরীক্ষা চা’লিয়েছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের ভাইরোলজিস্টরা।
সেসব প’রীক্ষায় এখনো শতভাগ সাফল্য না আসলেও ভিন্ন এক সফলতার কথা জানাল চীনের বিজ্ঞানীরা।