ক’রোনা নি’য়ে বি শ্ব স্বা’স্থ্য সং’স্থা ও চী’নের ভ’য়ংকর ষ’ড়য’ন্ত্র ফাঁ’স!
ম’হামা’রি করো’না ভাই’রাস নিয়ে চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পারস্পারিক বোঝাপড়ার বিষয়ে
এবার বো’মা ফাটাল জার্মানির প্রভাবশালী সাময়িকী’ ডের স্পিগেল।
দেশটির গোয়েন্দা সংস্থা বুন্দেসন্যাচরিচটেনডিয়েনস্ট বা বিএনডিকে উদ্ধৃত করে তাদের দাবি, করো’না নিয়ে
বৈ’শ্বিক ম’হামা’রি ঘোষণা এবং মানুষ থেকে মানুষে ছড়ানোর তথ্য আরও দেরিতে প্রকাশ করতে এ বছরের
জানুয়ারিতে ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুসকে ব্য’ক্তিগতভাবে অনুরোধ করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বিএনডির দেয়া তথ্য অনুযায়ী, ২১ জানুয়ারি শি জিনপিং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মানুষ থেকে মানুষে সং’ক্রম’ণের তথ্য আরও
কিছুদিন চেপে যাওয়ার এবং দেরিতে বৈ’শ্বিক ম’হামা’রি ঘোষণার অনুরোধ করেন।
মা’র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গত মাস থেকে এমন দাবি করে আসছেন। চীনের কথা মতো ভাই’রাসের তথ্য
লুকানোর অ’ভিযোগে তিনি ইতোমধ্যে সংস্থাটিতে মা’র্কিন অনুদান বন্ধ করে দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জার্মান
গণমাধ্যমের খবরের প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে একে ‘ভিত্তিহীন এবং অসত্য’ বলা হয়েছে।
ডব্লিউএইচওর দাবি, তেদ্রোস জানুয়ারির ২১ তারিখ চীনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেননি। তারা কখনোই
ফোনে কথা বলেননি। নভেল করো’না ভাই’রাস যে মানুষ থেকে মানুষে ছড়ায় চীন সেটি ২০ জানুয়ারি নিশ্চিত করে। ডব্লিউএইচও ২২ জানুয়ারি এটি ঘোষণা করে।