ক’রোনা বি’পর্যস্ত বি’শ্বকে আশার আলো মুখ দেখাল ব্রি’টেন….
ক’রোনা ভাই’রাসের ভ’য়াল থাবায় দিন দিন আ’ক্রান্তের সংখ্যা বাড়ছে। এর সাথে বাড়ছে মৃ’ত্যুর সংখ্যাও।
এ ভায়াল বি’পর্যস্ত পুরো বিশ্বকে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে ব্রি’টেন।মানবদেহে প্রয়োগ করা ভ্যা’কসিনের পরীক্ষামূলক সফলতা পেলে আগামী সেপ্টেম্বরেই উৎপাদন এবং সরবরাহের জন্য পুরো প্রস্তুতি নিয়ে
ফে’লেছে দেশটি।বরাদ্দ করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ। তীব্র স’ঙ্কটের মধ্যে আশার আলো দেখাচ্ছে অক্স’ফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক’রোনা ভাই’রাস প্রতিরোধী সম্ভাব্য ভ্যাকসিন।পরীক্ষামূলকভাবে
সফল হলে এই সেপ্টেম্বরেই যুক্তরাজ্যের মানুষের কাছে পৌঁছে যাবে বহুল প্রতিক্ষীত এই ভ্যাকসিন।বৃটেনের বিজনেস সেক্রেটারী অলোক শর্মা বলেন, ‘
এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ সফল হলে সেপ্টেম্বরেই যুক্তরাজ্যের ৩ কোটি মানুষের কাছে পৌঁছে দেয়া সম্ভব। ব্রিটেনবাসীর কাছে সর্ব’প্রথম এই ভ্যাকসিন পৌঁছাবে বলে আশা রাখছি আমরা।’
ভ্যাক্সিনের এই গবেষণাকে আরো ত্বরান্বিত করতে ব্রিটিশ স’রকার নতুন করে ৮ কোটি ৪০ হাজার পা’উন্ড অর্থ বরাদ্দ করেছে, পাশাপাশি বিশ্বব্যাপী এই ভ্যাকসিন উৎপাদন এবং সরবরাহের জন্য চু’ক্তিও সম্পন্ন করেছে। আশায় বুক বেঁ’ধে
এখন অপেক্ষায় আছে পুরো ব্রিটেনবাসী।ডা. বিশ্বজিত বলেন, ‘আমরা আশা করছি অতিসত্তর ভ্যা’কসিন পেয়ে যাবো। আশায় বুক বেঁ’ধে আছি আমরা।’ বিশ্বব্যাপী ক’রোনার
প্র’কোপ রুখতে প্রাথমিকভাবে ৭০০ কোটি ডোজ ভ্যাকসিন দরকার।পরিকল্পনা মতো সব কিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসের শেষের দিকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ব্রিটেন – এমনটাই মনে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
বরিস জনসন। তবে, বি’শেষজ্ঞরা বলছেন, পরিকল্পনায় ভু’ল হলে দ্বিতীয়বার ভ’য়াল থাবা বসাতে পারে ক’রোনা ভাই’রাস