২০১৯ সালের ৩১ ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের একটি প্রজাতির সংক্রামন দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্রাতিষ্ঠানিকভাবে কোভিড -১৯ নামকরন করেন । এ ভাইরাস চীন, ইতালি,স্পেন, যুক্তরাষ্ট সহ বিশ্বের ১৯৫ টি দেশে ছড়িয়ে পড়ে।এতে ১৬ হাজারেরও অধিক লোক মারা গেছে এবং ০৪ লক্ষেরও অধিক আক্রান্ত হয়েছে। সম্প্রতি বাংলাদেশে এই ভাইরাসে বেশ সংখ্যক লোক আক্রান্ত সহ ০৪ জন মারা গেছে। র্যাব একটি এলিট ফোর্স । এই এলিট ফোর্স দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বক্ষনিক ডিউটির পাশাপাশি প্রতিনিয়ত সচেতনতা বৃদ্ধির জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে অত্র ক্যাম্পের দায়িত্ব পূর্ন এলাকায় নিয়মিত টহল ডিউটির পাশাপাশি জনগনের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এবং ০১ মার্চ ২০২০ হইতে বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা প্রদানসহ জনসমাগমে না আসার জন্য নির্দেশনা প্রদান করেন। এর পাশাপাশি কিশোরগঞ্জ শহরের জাহাঙ্গীর মোড় এবং কালীবাড়ী মোড়ে দুটি ওয়াশিং পয়েন্ট স্থাপন এবং মাইকিং এর মাধ্যমে জনগনকে সচেতনামূলক দিক নির্দেশনা প্রদান করেন।
দিক নির্দেশনাগুলোর মধ্যে রয়েছেঃ-
১. জনসমাগম এড়িয়ে চলুন।
২. মাস্ক, হ্যান্ডগ্লোবস পরিধান করুন।
৩. হোম কোয়ারেন্টাইন অনুসরন করুন।
৪. বাড়ির ভেতর বাহির পরিষ্কার রাখুন।
৫. হ্যান্ডওয়াশ , হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করুন।
৬. পরিহিত পোষাক ধৌত করুন।
৭. ভিটামিন সি জাতীয় ফল সংগ্রহে রাখুন ।
৮. ডাবের পানি, ফলের জুস, শরবত পান করুন।
৯. একের অধিক লোককে পরিহার করুন।
১০. ঠান্ডা, কাশি, জ্বর, সর্দির ঔষধ ঘরে রাখুন।
১১. প্রফুল্ল থাকুন, বিশ্রামে থাকুন, সঠিক খাবার খান, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সংক্রমন এড়িয়ে চলুন।
এছাড়াও ০২টি জীবানুনাশক মিশ্রনের প্রস্তুত প্রণালী সম্পর্কে ধারনা দেন।
যেমনঃ-
১.বিশ লিটার পানিতে ০১ চামচ ব্লিচিং পাউডার মিশ্রন করে তৈরীকৃত দ্রবনটি মানুষের পরিধানকৃত পোষাক ও জুতায় স্প্রে করে জীবানুনাশক করা যেতে পারে।
০২.দশ লিটার পানিতে ০৫ চামচ ব্লিচিং পাউডার মিশ্রন করে তৈরী কৃত দ্রবনটি গাড়ীর মালামাল ও বাসার আসবাব সামগ্রী, ড্রেনেজ ও সুয়েজেস সমুহে স্প্রে করা যেতে পারে।