বাংলাদেশকে ক’রোনা ভা’ইরাস মোকাবেলায় সহযোগিতা করতে চীনের চিকিৎসক, নার্স এবং প্র’যুক্তিবিদদের স’মন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম ৮ জুন বাংলাদেশে আসবে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস।বুধবার (৩ জুন) ঢাকায় অবস্থিত চীন দূতাবাস জানায়, চীনের যে বিশেষজ্ঞ দলটি ঢাকায় আসছে তার আয়োজন করছে চীনা জাতীয় স্বাস্থ্য কমিশন।
ওই দ’লে মূল’ত চীনের হাইনান প্রদেশের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক থাকবেন। বি’শেষজ্ঞ দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে।
এ সময় তা’রা নি’র্দিষ্ট কয়েকটি হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার, পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও সেগুলোতে কাজ করা ছাড়াও কন্টেইনমেন্ট ও চিকিৎসা বিষয়ে কারিগরি পরামর্শ দেবে।
এর আ’গে গ’ত ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপে করোনা মোকাবিলায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
শেখ হা’সিনা বিষ’য়টিতে রাজি হন। দুপক্ষের আগ্রহের ভিত্তিতে চীনের প্রতিনিধি দলটি বাংলাদেশে আসছে।