ক’রোনাভা’ইরাসেে আ’ক্রান্ত হওয়ার ১১ দিন পর রো’গীরা আর অন্য কাউকে আ’ক্রান্ত করতে পারে না। এমনকি নিজেরা পজিটিভ থাকলেও তখন আর অন্যদের সংক্রমিত হওয়ার ভ’য় থাকে না। সিঙ্গাপুরের সং’ক্র’মণ বিশেষজ্ঞরা নতুন এ গবেষণায় এ ফল পেয়েছেন।সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকটিয়াস ডিজিস এবং অ্যাকাডেমি অব মেডিসিন যৌথ ওই গবেষণা করেছে।
গ’বেষকরা বলছেন, অ’সুস্থ হওয়ার ১১ দিন পর আর কেউ অন্যদের আ’ক্রান্ত করতে পারে না।সিঙ্গাপুরে ৭৩ জন ক’রোনা রো’গীর ও’পর পর্যবেক্ষণের পর এ ফল পেয়েছেন গবেষকরা। আর এই ফলের ভিত্তিতে সে দেশে ক’রোনা রো’গীদের চিকিৎসা এবং ছাড়পত্র দেওয়া হতে পারে।বর্তমানে সে দেশে ক’রোনা রো’গী পরের পরীক্ষায় নেগেটিভ হওয়ার চেয়ে তিনি অন্যদের আ’ক্রান্ত করতে পারেন কিনা, সে ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সে দে’শের স্বাস্থ্য ম’ন্ত্রণালয় গবেষণাটি মূল্যায়ন করার কথা। সে দেশে এখন পর্যন্ত ৩১ হাজার ৬৮ জন ক’রোনাভা’ইরাসেে আ’ক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মা’রা গেছে ২৩ জন।