সময়ের কণ্ঠস্বর, গাইবান্ধা- গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক’রোনা উপসর্গ নিয়ে আব্দুর রহমান (৫২) নামের এক ব্যক্তির মৃ’ত্যু হয়েছে। এতে ক’রোনার ভ’য়ে তার কাছে যায়নি স্ত্রী-স’ন্তানরা।
এদিকে করোনা আ’ক্রান্ত স’ন্দেহ গ্রামের লোকজন খাটিয়া না দেওয়ায় মাটির ও’পর লা’শ রেখেই শনিবার সকালে পু’লিশ, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় তার দাফন সম্পন্ন করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করা আব্দুর রহমান দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। ঈদের পর থেকে তার অ’সুস্থতা বেড়ে যায়। গত শুক্রবার জ্বর ও গ’লাব্য’থায় তার অ’সুস্থতা আরও বেড়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে আব্দুর রহমান মা’রা যান। কিন্তু মা’রা যাওয়ার পর তার দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রী ক’রোনার ভ’য়ে মৃ’ত রহমানের কাছে যাওয়া বন্ধ করে দেন।
রাতেই বি’ষয়টি থানায় জানানো হলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ই’নচার্জ, উপজে’লা নির্বাহী কর্মকর্তা, গোবিন্দগঞ্জ উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও’র পরামর্শে শনিবার সকালে গোবিন্দগঞ্জ থানা পু’লিশ, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও, গোবিন্দগঞ্জ উপজে’লা ভূমি মসজিদের ইমাম মাওলানা আরিফ বিল্লাহর সহায়তায় মৃ’ত আবদুর রহমানের লা’শ দাফন করা হয়। তবে তার ম’রদেহ বহনের জন্য এলাকাবাসী খাটিয়া দেয়নি বলে জানা গেছে।