মেষ: মায়ের স্নায়ু দুর্বলতা ও ঠান্ডাজনিত রোগ এবং ভ্রমণ যোগ আছে। কাজে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে।তুলা: বৈ’দেশিক বাণিজ্য বেড়ে যাবে। দূরদেশ যাত্রা শুভ হবে। কর্ম ব্যস্ততা বাড়বে।বৃষ: স্বল্প ভ্রমণ ব্যবসার জন্য শুভ।
বাসার জন্য দলিলপত্র লে’খা হবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে।বৃশ্চিক: পিতার স্নায়ু ও ঠান্ডারোগ বাড়বে। তবে পিতার বিদেশ ভ্রমণের ছাড়পত্র পাওয়া যাবে।
ভাগ্যোন্নয়নের যোগ দেখা যায়।মিথুন: আয় বাড়বে। সুতা ও আঁশজাতীয় ব্যবসা শুভ হবে। সংসারে শান্তি বাড়বে।কর্কট: বি’দেশ ভ্রমণের ভিসা পাওয়া যাবে। ঠান্ডাজনিত রোগ বাড়বে।
স্নায়ু দুর্বলতা দেখা দেবে।সিংহ: কাপড়ের ব্যবসায় পুঁজি বিনিয়োগ করতে হবে। বিদেশযাত্রা যোগ আছে। ব্যয় বাড়বে।কন্যা: ব্যাংকে অর্থ সঞ্চয় হবে। বিদেশ গ’মনের পরিবেশ আসবে। দলিলপত্রের লেখালেখি শেষ হবে।ধনু: মনে অ’লসতাভাব বিরাজ করবে। স্ত্রীর আয় বাড়বে।
মিথ্যা বদনাম রটার আশঙ্কা আছে।মকর: শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠবে। স্ত্রীর বিদেশ গমনের ছাড়পত্র পাওয়া যাবে। নি’জেও বিদেশ যেতে পারবে।কুম্ভ: ঠান্ডাজনিত রো’গে কষ্ট বাড়বে।
স্নায়ু দুর্বলতায় অলসতা বাড়বে। স্ত্রীর মেজাজ গরম থাকবে।মীন: স’ন্তানের বিদেশযাত্রার বাধা দূর হবে। তবে তার ঠান্ডা লাগতে পারে। প্রেমের বিষয়ে যোগাযোগ হতে পারে।