কাকে বি’শ্বাস করবেন শেখ হা’সিনা?
রা’জনীতিতে ৩৯ বছর আওয়ামী লীগ প্রধান হিসেবে এবং ১৬ বছর স’রকার প্রধান হিসেবে আমরা যদি তার রাজনৈতিক জীবন বিশ্লেষণ করি, তাহলে দেখবো যে, যখন তিনি যাকে বিশ্বাস করেছেন,তারাই বিশ্বাস ভঙ্গ করেছেন।
আ’র সাম্প্রতিক সময়ে তিনি যখন আওয়ামী লীগের সভাপতি হিসেবে ৩৯ বছর আর স’রকার প্রধান হিসেবে টানা ১১ বছরের বেশি সময় পার করছেন, এই সময়টিকেই তার রাজনৈতিক এবং প্রশাসনিক ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সময় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রধানমন্ত্রীর স’ঙ্গে অকপটে কথা বলার মতো সাহস এই মন্ত্রিসভার অল্প কয়েকজনেরই আছে। সাম্প্রতিক সময় মন্ত্রীরাও সং’কট মোকাবেলার ক্ষেত্রে বা স’রকার পরিচালনার রূপপরিকল্পনা নিয়ে খুব একটা কিছু জানেন না। এজন্য মন্ত্রীরা এখন বিশ্বস্ততার যে গণ্ডি, তার মধ্যে নেই।
ম’ন্ত্রীদের পরেই আছেন এমপিরা। এমপিদের সাথে শেখ হাসিনার দূরত্ব তৈরি হয়েছে অনেক আগেই। অধিকাংশ এমপিরা এলাকায় যান না। এলাকার খবর জানেন না।তারা সেই খবর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতেও পারেন না। যার ফলে এমপিদের ও’পর বিশ্বাস রেখে সং’কট মোকাবেলা করার মতো বোকামী শেখ হাসিনা কখনো করবেন না বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।