পবিত্র কা’বাঘরের গিলাফ বদলানো হবে আগামী বৃহস্পতিবার, অর্থাৎ ৯ জিলহজ এশার নামাজের পর। সংবাদমাধ্যম সৌদি গেজেট ও গালফ নিউ’জের খবরে এ তথ্য জানানো হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, এবার করোনা পরিস্থিতির কারণে পবিত্র কাবার গি’লাফ একদিন আগে বদলানো হবে। সৌদি
গেজেট ও গালফ নিউজের তথ্য অনুযা’য়ী, সে খবরটি সঠিক নয়।এরই মধ্যে পবিত্র কাবার নতুন গিলাফ হস্তা’ন্তর করা হয়েছে। খাদেমুল হারামাইন শরিফাইন ও সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে মক্কার গভর্নর প্রি’ন্স খালিদ আল ফয়সাল কাবা শরিফের জন্য তৈরি করা নতুন গিলাফ কাবার জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক শায়খ সালেহ বিন জায়নুল আবেদিনের
কাছে হস্তান্তর করেছেন।মক্কার নিকটবর্তী উম্মুল জুদ এলাকায় কাবার গিলাফ তৈরির একটি কারখানা রয়েছে। যেখানে নির্দিষ্ট পরিমাণ শ্রমিক সারা বছর কাবার গিলাফ তৈরির কাজে নিয়োজি’ত থাকেন।গিলাফটি খুব টেকসই ও মানসম্মত উপায়ে তৈরি করা হয়। যেন রোদ-বৃষ্টিতে ন’ষ্ট না হয় এবং এতে খাঁটি রেশম ব্যবহার করা হয়। পবিত্র কাবার কালো গিলাফকে কিসওয়া বলা হয়। গিলাফের
বাইরের কালো কাপড়ে স্ব’র্ণমণ্ডিত রেশমি সুতা দিয়ে দক্ষ কারিগর দিয়ে ক্যালিওগ্রাফি করা হয়। গিলাফে পবিত্র কোরআনের আয়াত শোভা পায়, অক্ষরগুলো সোনালি আভায় উদ্ভাসিত। একটি গিলাফ তৈরি করতে ৪৭ টুকরো কাপড় ব্যবহার করা হয়। এতে ১২০ কেজি সোনার সুতা, ৬৭০ কেজি রেশম সুতা ও ১০০ কেজি রুপার সুতা লাগে। গিলাফটির দৈ’র্ঘ্য ১৪ মিটার এবং প্রস্থ ৪৪ মিটার।পবিত্র
কাবার গিলাফ তৈরিতে খরচ হয় প্রায় ২০ মিলিয়ন সৌদি রিয়াল।পুরোনো গিলাফকে টুকরো টুকরো করে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি ও রাষ্ট্র’প্রধানদের উপহার হিসেবে দেওয়া হয়।৩০ জুলাই বৃহস্পতিবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে।