দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের জামিরাকান্দায় সুমন দাস নামে এক যুবক মু’সলমানদের পবিত্র কাবা ঘরের ছবিতে পা উঁচিয়ে ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোস্ট করে।
মহান আল্লাহকে অকথ্য ভাসায় গালি দেয়।পবিত্র কাবা ঘরের ছবিতে পা উঁচিয়ে ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোস্ট করে।
মহান আল্লাহকে অকথ্য ভাসায় গালি দেয়।এই বি’ষয়ে ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে মু’সলিম সম্প্রদা’য়ের মাঝে বিশেষ করে আলেম উলামা এবংবিভিন্ন মাদরাসা ছাত্ররা ক্ষো’ভে ফে’টে পড়ে গতকাল রাতে স্থানীয়ভাবে বি’ক্ষো’ভ এবং প্র’তিবাদ অনুষ্ঠিত হয়।
গ’তকাল রবিবার (১০ মে) সংক্ষু’ব্ধ ব্যক্তিরা সুমন দাসকে গ্রে’প্তারের জন্য প্রশাসনকে দুই ঘণ্টা সময় বেঁ’ধে দেয়।এবং তারা বি’ক্ষো’ভ আন্দোলন অব্যাহত রাখে। গ্রে’প্তার না করা হলে ক’ঠোর আন্দোলনের হু’মকি দেয়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে।কালের কণ্ঠকে বলেন।
অ’ভিযুক্ত সুমন দাসকে গ্রে’প্তার করে তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মা’মলা করা হয়েছে। আজ সোমবার তাকে জামালপুর কোর্টে হাজির করা হবে। এলাকার পরিস্থিতি এখন শান্ত।