কিশোরগঞ্জ প্রতিনিধি: বর্নাট্য আয়োজনে কিশোরগঞ্জ শহর সমবায় সমিতির ভবনে কালের নতুন সংবাদ.কম এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় কালের নতুন সংবাদের প্রতিনিধি ও সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি পরিচালনা করেন কালের নতুন সংবাদের সাহিত্য সম্পাদক সাদেক আহম্মদ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন হাফেজ মো. রহমাতুল্লাহ।
দৈনিক শতাব্দীর কন্ঠের সম্পাদক আহম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কালের নতুন সংবাদের সম্পাদক ও প্রকাশক মো.খায়রুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল মহিউদ্দিন ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. মহিউদ্দিন আহম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আব্দুল আওয়াল, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মো. বোরহান উদ্দিন । দৈনিক শতাব্দীর কন্ঠের সম্পাদক সভাপতির বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে সত্য নিরপেক্ষ বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য সংবাদ কর্মীদের আহব্বান জানান সেই সাথে হলুদ সাংবাদিকতা থেকে দূরে থাকার দিক নির্দেশনা ও পরামর্শ দেন। পাশাপাশি সংবাদ প্রকাশের পূর্বে তথ্য যাচাই বাচাই করে সংবাদ প্রকাশ করে সাংবাদিকদের সম্মান বাড়ানোর জন্য তাগিদ দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডি চেনেল ফোর এর প্রধান সম্পাদক আহম্মদ ফরিদ। ইটনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মো. কাঞ্চন সিকদার, কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিটের সভাপতি মো. ফাইজুল হক গোলাপ, কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডিং সভাপতি এনামুল হক সেলিম, আসাদুজ্জামান খান লিপন, অনুষ্ঠানে সংগীত পাঠ করেন শুকরানা ইসলাম ।
এছাড়াও উপস্থিত ছিলেন , খোলা কাগজ এর জেলা প্রতিনিধি, কলম ২৪ এর সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সাজন আহম্মদ পাপন,দেশ টিভি জেলা প্রতিনিধি নাজমুল ইসলাম, আজকের দর্পন এর জেলা প্রতিনিধি এ এম উবায়েদ, বিজয় টিভি জেলা প্রতিনিধি শরফুদ্দিন আহম্মদ জীবন, কলকাতা টিভির কিশোরগঞ্জ প্রতিনিধি আব্দুর রব, দৈনিক গণমানুষের আওয়াজ এর জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক শুরূক নির্বাহী সম্পাদক মুহা. সাইফুল্লাহ। দৈনিক বিশ্ব মানচিত্র জেলা প্রতিনিধি মো. মাসুদ রানা । ওয়েপ এর নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান রিপন।
এছাড়াও কালের নতুন সংবাদ এর সহকারী সম্পাদক এরফানুল হক, বার্তা সম্পাদক রাকিব ভূঞা,ব্যবস্থাপনা সম্পাদক গোলাম মোস্তুফা শাহিন সহ প্রমুখ।