ইরানের কু’দস বা’হিনীর প্রধান কাসেম সুলাইমানিকে হ’ত্যার দায়ে মা’র্কিন প্রে’সিডেন্ট ডোনাল্ড ট্রা’ম্পসহ আরও অন্তত ৩০ জনের নামে গ্রে’প্তারী পরোয়ানা জারি করেছে ইরান।
সেই স’ঙ্গে ট্রা’ম্পসহ অন্যান্যদের গ্রে’প্তারের জন্য আন্তর্জাতিক পু’লিশ সংস্থা ইন্টারপোলের সহ’যোগিতা চেয়েছে দেশটি।খবর আল জাজিরার।
সোমবার তেহরানের এক আইনজীবী আলী আল-কাশিম বলেন, গত ৩ জানুয়ারি ইরানের জেনারেল কা’সেম সোলাইমানিকে হ’ত্যার দায়ে ট্রা’ম্পসহ দে’শটির আরও অন্তত ৩০ জনের বি’রুদ্ধে এ গ্রে’ফতারী পরোয়ানা জারি করা হয়েছে।
আইনজীবী আল কাশিম আরও জানান, ডোনাল্ড ট্রা’ম্পের মা’র্কিন প্রে’সিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হলেও তার বি’রুদ্ধে আইনি লড়াই অব্যাহত থাকবে।তবে ই’ন্টারপোল এ বি’ষয়ে এখনি কোনো প্রতিক্রিয়া জানায়নি।
আইনজীবী বলেন, একটি রেড নোটিশ জারি করে ট্রা’ম্পসহ অন্যান্যদের নামে নামে গ্রে’প্তার করতে স’হযোগিতা চেয়ে ই’ন্টারপোলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইরান।
ইরান স’রকারের অনুরোধে সেই রেড নোটিশের মাধ্যমে স্থানীয় প্রশাসন তাদের গ্রে’প্তার করবে এবং ই’ন্টারপোল এ বি’ষয়ে কোনো ত’থ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে পারবে না।
রিপাবলিকান দলের ওই সদস্য অন্য নেতাদের কাছ থেকে এ ধরণের ইঙ্গিত পেয়েছেন বলে উল্লেখ ক’রেছেন।ট্রা’ম্প সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে ইঙ্গিতে স্বী’কার করেছেন, আসন্ন নির্বাচনে তিনি বাইডেনের কাছে হেরেও যেতে পারেন।
ক’য়েক মাঃস পর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রা’ম্প পরাজিত হতে পারেন, এমন সম্ভাবনা এখন স্পষ্ট হয়ে উঠছে। জনমত জ’রিপগুলোতে ট্রা’ম্পের তুলনায় বাইডেন ১০–১৪ প’য়েন্টে এগিয়ে আছেন।
রিপাবলিকান নেতৃত্বে এ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।রিপাবলিকান দলীয় প্রভাবশালী সিনেটর চাক গ্রা’সলি এক টুইটে নি’জেকে শু’ধরে নেওয়ার জন্য ট্রা’ম্পকে অনুরোধ করেছেন।
তিনি ট্রা’ম্পকে বা’স্তবতা বুঝাতে হোয়াইট হাউসের কর্মক’র্তাদের অনুরোধ করেছেন।তবে ট্রা’ম্পের নির্বাচনী প্রচার টিমের মুখপাত্র টিম মুরটাগ বলেছেন, ট্রা’ম্পের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বলে যে খবর বেরিয়েছে তার পুরোটাই মিথ্যাচার। তথ্যসূত্র: পার্সটুডে