এত’দিন ধ’রে বিশ্বব্যাপী ধারণা ছিল, ক’রোনাভা’ইরাসে যে কারও শরীরে সং’ক্র’মণ ছড়াতে পারে। তবে নতুন এক গবেষণায় উঠে এসেছে, কিছু মানু’ষের দে’হে ক’রোনা সং’ক্র’মণ করার সাধ্য নেই।
অর্থাৎ যে’সব মা’নুষের দেহে ভাই’রাসবি’রোধী ‘টি সেল’ রয়েছে তাদের ক’রোনা আ’ক্রান্ত করতে পারবে না।স’ম্প্রতি সেল জার্নালে এ গবেষণাটি প্রকাশিত হয়।
গ’বেষণায় ব’লা হয়, বিভিন্ন ধারার ভাই’রাস দ্বারা সংক্রমিত হওয়ার কারণে অনেক মানুষের শরীরে ভাই’রাসবি’রোধী টি সেল তৈরি হয়। এই সেল ক’রোনা রুখে দিতে সক্ষম।
বি’জ্ঞানভিত্তিক ও’য়েবসাইট সায়েন্স অ্যালার্ট বলছে, চিকিৎসা বিজ্ঞানে এই সক্ষমতাকে বলা হয় ‘ক্রস-রিয়েক্টিভিটি’।বিজ্ঞানীরা আরও দাবি করছেন, যাদের শরীরে মৃদু ক’রোনাভা’ইরাসেের উপসর্গ ছিল, তাদের শরীরেও এমন কিছু টি সেল এবং অ্যান্টিবডি তৈরি হতে পারে, যেগুলো ভবি’ষ্যতে সং’ক্র’মণ থেকে রক্ষা করবে।
গ’বেষণায় দে’খা গেছে, ক’রোনা থেকে সেরে ওঠা ২০ জনের শরীরেই শ্বেত র’ক্তকণিকা এবং অ্যান্টিবডির উপস্থিতি রয়েছে। ২
০১৫ থে’কে ২০১৮ সা’লে যেসব নমুনা নেয়া ছিল, সেগুলোর ৫০ শতাংশের মধ্যেও ‘সিডি৪+’ নামের ‘টি-সেল’ পাওয়া গেছে।উল্লেখ্য, চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রা’ণঘা’তী ক’রোনাভা’ইরাসেে এ পর্যন্ত ৬৭ লাখের বেশি মানুষ আ’ক্রান্ত হয়েছে।
প্রা’ণ গেছে ৩ লাখ ৯৩ হাজারের বেশি মানুষের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২ লাখ ৬২ হাজার মানুষ।