কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর এলাকার শেখ মুজাহিদুর রহমান চন্দনের জন্ম। তরুণ বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিলে তিলে সেখানে তার ভিত্তি গড়ে তোলেন।
চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন। এ নির্বাচনে দ্বিতীয় বারের মত জর্জিয়ার স্টেট সিনেটর পদে নির্বাচিত হলেন বাংলাদেশী বংশোম্ভুত শেখ মুজাহিদুর রহমান চন্দন। মঙ্গলবার (৩ নভেম্বর) তাকে বিজয়ী ঘোষণা করে জর্জিয়া নির্বাচন বোর্ড। শেখ মুজাহিদুর রহমান চন্দনের নির্বাচনী এলাকায় ভোটারের সংখ্যা ছিল ১৪ হাজার ৯০৪। এর মধ্যে শ’খানেক বাংলাদেশী বংশোদ্ভুত রয়েছেন।
সিনেটর পদে বিজয়ী হওয়ায় কিশোরগঞ্জে বইছে আনন্দের বন্যা। একে অপরকে করাচ্ছে মিষ্টিমুখ। বুধবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের আখড়া বাজার ব্রীজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে দলমত নির্বিশেষে একত্রিত হয়ে মিষ্টি বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অসীম সরকার বাধন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাছির উদ্দিন রিপন, কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. বদরুল মোমেন মিঠু ও নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছায়েদ প্রমুখ।