কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ডাঃ সজীব ঘোষ।
গত ১৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে তাকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
২২ ফেব্রুয়ারি মঙ্গলবার পদায়নকৃত কর্মকর্তা হিসেবে তিনি তার দায়িত্ব গ্রহন করেন। এ সময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান।
ডাঃ সজীব ঘোষ ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ৩৩ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে মেডিকেল অফিসার হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। পরবর্তীতে তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সহিত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ইমারজেন্সি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, কটিয়াদি উপজেলার মানিকখালী এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা স্বদেশ ঘোষ ও চিত্রা ঘোষের প্রথম সন্তান। বর্তমানে তিনি কিশোরগঞ্জ সদর পৌরসভার খরমপট্টি এলাকার স্থায়ী বাসিন্দা।