কিশোরগঞ্জের প্রয়াত খায়রুল ইসলাম চৌধুরীর স্মরণে ভোরের আলো সাহিত্য আসরে দোয়া
নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জ থেকে প্রকাশিত অধুনালুপ্ত সাপ্তাহিক আলোরমেলা পত্রিকার সম্পাদক, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক কার্যকরী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ চেম্বর অব কমার্সের সাবেক সভাপতি মো.খায়রুল ইসলাম চৌধুরীর স্মরণে ভোরের আলো সাহিত্য আসরের ৫৮৮ তম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা শহরের থানা মার্কেটের মডার্ণ ডেন্টালে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি নাট্যকার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবীব রেজার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ভোরের আলো সাহিত্য আসরে প্রধান পৃষ্টপোষক বীরমুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন। বিশেষ আলোচক ছিলেন কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম হোসেন। আলোচনায় অংশ নেন সমন্বয়কারী ডাঃ মোবারক হোসেন খান, সহসভাপতি এম এ হালিম তালুকদার, সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী, সহ-সাধারণ সম্পাদক শফিক কবীর, সাংস্কৃতিক সম্পাদক নিরব রিপন, গীতিকার বিনয় সরকার, সহপ্রচার সম্পাদক জহিরুল হাসান রুবেল, শিল্পী আহমেদ রাজু, মাজহারুল ইসলাম, কবি মোঃ নৌশাদ আলম, উম্মে জাহান চৈতি প্রমুখ। আসরে প্রয়াত খায়রুল ইসলাম চৌধুরীর মাগফেরাত কামনা করা হয়েছে ও আসরের সভাপতির স্বজনের মৃত্যুতে দোয়া করা হয়।