নিজস্ব প্রতিনিধি:কিশোরগঞ্জের ভৈরব উপজেলাধীন সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের কর্তাবাড়ি জামে মসজিদের প্রাচীন মিনারটি পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ ওয়াকফ পরিদশন কার্যালয়ের ওয়াকফ হিসাব নিরীক্ষক মো: জোবায়ের হোসাইন।
জানা গেছে, মিনারটির ঐতিহাসিক গুরুত্ব থাকায় পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ হান্নান মিয়া সম্প্রতি একটি পত্র দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবরে।
পত্রের আলোকে জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী প্রত্নস্থাপনাটি ১৯৬৮সালের পুরাকীর্তি আইন অনুসারে সংরক্ষণযোগ্য বিধায় মিনারটি সংরক্ষণের সুপারিশসহ ভূমি তফসীল প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে প্রেরণ করেন।
সে প্রেক্ষিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব নাদিরা সুলতানা স্বাক্ষরিত পত্রে বাংলাদেশ ওয়াকফ প্রশাসন কাযালয়েরকে পত্র প্রেরণ করেন। এতে তিনি মসজিদটিতে ওয়াকফের। কোনো সম্পত্তি আছে কীনা তা জেনে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য উল্লেখ করেন। সে প্রেক্ষিতে কিশোরগঞ্জ ওয়াকফ পরিদশন কার্যালয়ের ওয়াকফ হিসাব নিরীক্ষক মো: জোবায়ের হোসাইন মংগলবার মসজিদটি ও প্রাচীন মিনারটি পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ আরকিওলজিক্যাল সোসাইটির সভাপতি আমিনুল হক সাদী, মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আলী আহমেদ, বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক, মো: রোকন উদ্দিন, মো: বাক্কী মিয়া, এমদাদুল হক, সুজন মিয়া, আবুল বাশার ও সাদেকপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিব মিয়া প্রমুখ।