কিশোরগঞ্জের মহিনন্দে গর্ভবতী স্ত্রীকে হত্যা
কিশোরগঞ্জ জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর গ্রামে ৬ মাসের গর্ববতী স্বামীর হাতে নিহত। ১৬ অক্টোবর চংশোলাকিয়া গ্রামের রহিম ওরফে ভুট্টুর ছেলে সুমন তার ৬ মাসের গর্ভবতী স্ত্রীকে হত্যা করে রাতেই পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ৷নিহত স্ত্রী জুয়েনা (২০) কাশোরারচর গ্রামের অলি নেওয়াজ এর মেয়ে ৷ স্বামী স্ত্রীর মধ্যে প্রায় মনোমালিন্য দেখা দিত বলে জানান নিহত জুয়েনার পিতা৷
এটা নিশ্চিত হত্যা বলে জানান নিহত জুয়েনার পিতা অলিনেওয়াজ৷ তিনি মেয়ের নির্মম হত্যর কঠোর বিচার দাবী করেছেন৷
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বকর সিদ্দিক এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হওয়া যায় যে খুন নিহতের স্বামীই করেছে এবং খুন করে পালিয়ে যায়। মামলার প্রস্ততি নেয়া হচ্ছে।
Facebook Comments