র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন জামাইল এলাকায় ছিনতাইকালে ২টি চাকু, ১টি মোবাইল এবং নগদ ২ হাজার টাকা উদ্ধার এবং ২ জন ছিনতাইকারী আটক।
কিছু অজ্ঞাতনামা ছিনতাইকারী অস্ত্রের ভয় ভীতি দেখিয়ে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার জনসাধারনের নিকট হতে টাকা-পয়সা, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান দ্রব্য সামগ্রী ছিনতাই করে আসছে। উক্ত ছিনতাই চক্রের সদস্যদেরকে গ্রেফতারের জন্য অত্র ক্যাম্প কর্তৃক গোয়েন্দা নজর দারী বৃদ্ধি করা হয়।
এরই প্রেক্ষিতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল টহল ডিউটি করাকালীন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন হোসেনপুর বাজার হইতে পাকুন্দিয়া বাজারে যাওয়ার পথে
১৪ জুলাই ২০২০ মঙ্গলবার আনুমানিক ৭টার সময় হোসেনপুর থানাধীন জামাইল সাকিনের দক্ষিনপাড়া মঈনুল উলুমিয়া মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার উপর ছিনতাইয়ের জন্য একজন লোককে কতিপয় ছিনতাইকারী চাকু দেখিয়ে মাদ্রাসার পিছনে নিয়ে যাওয়ার জন্য টানাহেচড়া করছে এবং উক্ত ব্যক্তি চিৎকার করলে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ছিনতাইকারী সদস্যের ২ জনকে আটক করেন। তাদের নিকট হইতে ২টি চাকু, ১ টি মোবাইল এবং নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয় জিজ্ঞাসাবাদে তাদের নাম ১। মোঃ তৌফিকুল ইসলাম মহিন (২১), পিতা- মোঃ আবুল মুনসুর, সাং-জামাইল(০৬ নং ওয়ার্ড) ২। ফাহাদ হোসেন জয়(২১), পিতা- মৃত ফরিদ হোসেন, সাং- চর জামাইল, উভয় থানা-
হোসেনপুর, জেলা- কিশোরগঞ্জ বলে জনায়।
২ জন অজ্ঞাত লোক ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় পলাতক ছিনাতাইকারীদ্বয়ের নাম ১। শহিদ(২৪), পিতা-আঃ রশিদ, ২। আপন মিয়া(২৪), পিতা-আঃ রাজ্জাক মিয়া, উভয় সাং-চর জামাইল, থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ বলে জানায়।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, তারা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরণের অস্ত্রের মাধ্যমে ভয় ভীতি দেখিয়ে সাধারণ মানুষের নিকট হতে টাকা পয়সা, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান দ্রব্য সামগ্রী ছিনতাই করে এবং ছিনতাই চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। ভিকটিম জনৈক মোঃ সজল(২৬), পিতা- মৃত দুলাল, সাং-বৌলাই দক্ষিন রাজকুন্তি, ইউপি-বৌলাই, থানা ও জেলা-কিশোরগঞ্জ এর
নিকট হইতে টাকা পয়সা এবং মোবাইল ছিনতাইয়ের উদ্দ্যেশে টানা হেচড়া করছে বলেও স্বীকার করে। ছিনতাইয়ের মতো অপকর্মের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয় এবং পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।