কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন কান্দাইল এলাকার মানিকজুড়ি বিল হতে ২ টি পাইপ গান, ৪ (রাউন্ড) কাতুর্জ ও ৫ টি রামদা’সহ ১ জন চিহ্নিত ডাকাত আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ।
রবিবার (১৫ নভেম্বর) রাত পৌনে একটার দিকে করিমগঞ্জের কান্দাইলে লাকাস মানিকজুড়ি বিল হতে ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার সময় চিহ্নিত ডাকাত ওমর ফারুক (৩০) (কানা ফারুক)কে গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন কান্দাইল এলাকায় মানিকজুড়ি বিল হতে চিহ্নিত ডাকাত মোঃ ওমর ফারুক (কানা ফারুক), পিতা- মৃত তাহের আলী, সাং-শিমুলতলী, ইউপি-ধুলদিয়া, থানা-কটিয়াদি, জেলা-কিশোরগঞ্জ’কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল আটক করে এবং বাকি ডাকাত দলের সদস্যরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। উক্ত স্থান হতে ২ টি পাইপ গান, ৪ রাউন্ড কার্তুজ ও ৫ টি রামদা উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ র্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম শোভন খান
বিএন
বলেন, হাওড়ে চাঁদাবাজি, দস্যুতা, সাধারণ জেলেদের মাছ ও জাল কেড়ে নেওয়া এবং গরু চুরিতে নিয়মিত অংশগ্রহণ করতো। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ হাওড় এলাকায় ডাকাতি করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রয় প্রক্রিয়াধীন রয়েছে।