কিশোরগঞ্জে ইয়াবাসহ একজন আটক
র্যাবের এক অভিযানে ২৮৩ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকালে র্যাব- ১৪ এক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
আটক বাবুল মিয়া (৫৮) জেলার ভৈরব উপজেলার শিবপুর গ্রামের মৃত আঃ জলিল মিয়ার পুত্র।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ এম. শোভন খান জানান, শনিবার বিকালে তারা জেলার সদর উপজেলার কর্শাকড়িয়াইল এলাকায় অভিযান চালিয়ে ২৮৩ পিচ ইয়াবা, মাদক বিক্রির নগদ ২৩০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ০১টি মোবাইলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments