কিশোরগঞ্জে ঐতিহাসিক বড়ইতলা গণহত্যা দিবস পালন করা হয়েছে।আজ (১৩ অক্টোবর) সকালে যশোদলের বড়ইতলায় পুষ্প স্তবক অর্পন করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান, ইউ এন আব্দল কাদির মিয়া ও কিশোরগঞ্জ মডেল থানা কর্মকর্তা আবু বকর সিদ্দিক,প্রশাসনের কর্মকর্তা, জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আসাদউল্লাহ সহ অন্যান্য মুক্তিযুদ্ধারা।
১৩ অক্টোবর কিশোরগঞ্জের বরইতলা গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে কিশোরগঞ্জে সংগঠিত হয় ইতিহাসের নৃশংসতম গণহত্যা।
সদর উপজেলার বরইতলা গ্রামে পাকিস্তানিবাহিনী একসঙ্গে হত্যা করে ৩৬৫ জন নিরীহ মানুষকে। সেই ভয়াল দিনটির স্মৃতিচারণ করে আজও শিউরে ওঠেন এলাকার প্রবীণরা।
মুক্তিযুদ্ধারা সেখানে কয়েকজন স্থানীয় যুদ্ধাপরাধীর বিচার দাবি করেছেন।