কিশোরগঞ্জের ভৈরব থানায় কর্মরত চাঁদপুর জেলার ব্রাহ্মণসাকুরা গ্রামের মৃত ফজর আলীর পুত্র এসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন পাটুয়ারী (৪৬) ভৈরব থানায় কর্মরত থাকা অবস্থায় হাল্কা কাঁশি অনুভব করে এবং গত ১৩ এপ্রিল ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রাথমিক চিকিৎসার পর কোভিড ১৯ এর নমুনা সংগ্রহ করে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসের মাধ্যমে আইইডিসিআর এর প্রেরণ করা হয়।
১৪ এপ্রিল কোভিড ১৯ পজেটিভ আসায় তাকে বিশেষ এম্বুলেন্সে করে আইসোলেশনের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা করানো হয়।
মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী শহীদ সৈয়দ নজ্রুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ এপ্রিল দ্বিতীয়বার ও গত ২৫ এপ্রিল তৃতীয়বার পুনরায় তাহার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস কোভিড ১৯ নেগেটিভ বলে রিপোর্ট পাও্যা যায়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আনুমানিক দেড় টার সময় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিশোরগঞ্জ কতৃপক্ষ তাকে ছাড়পত্র প্রদান করেন।
উক্ত এস আই মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারীকে তার নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।