কিশোরগঞ্জে কৃষকের ধান কেটে মাড়াই করে দিলেন স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীগণ
নিজস্ব সংবাদদাতাঃ কিশোরগঞ্জে কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাকে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এ উদ্যোগ বাস্তবায়ন করেন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা, থানা,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ কে ধান কাটা কার্যক্রম শুরু করে কৃষকদের সহযোগীতার নির্দেশ দেন।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২১ এপ্রিল) তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সেই কার্যক্রম শুরু করেন। দামিহা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দিয়ে মাড়াই করে দেন।
কিশোরগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শামিম আহমেদ বলেন জেলাব্যাপি এ কার্যক্রম পুরো বৈশাখ মাস জুড়েই চলবে।