সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপকেন্দ্র কিশোরগঞ্জ কর্তৃক বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
১৩ আগষ্ট (শুক্রবার) কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপকেন্দ্র কিশোরগঞ্জ কর্তৃক বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি পালন করা হয়। কিশোরগঞ্জ সদর উপজেলার শতজন কৃষকের মাঝে ৩ শত ফলজ চারা গাছ বিতরণ করা হয়। বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো আহমদ উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সহ আরও অনেকে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ মহিউদ্দীন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি গবেষণা উপকেন্দ্র কিশোরগঞ্জ, অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ মোঃ আবুল বাশার, বৈজ্ঞানিক কর্মকর্তা পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জ।
এছাড়া এ সময় প্রধান অতিথি স্বাস্থ্যবিধি মেনে কৃষি গবেষণা উপকেন্দ্রের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।