কিশোরগঞ্জে চিকিৎসকদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন নাজমুল হাসান পাপন
কিশোরগঞ্জ-৬ আসনের সাংসদ, বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন এর নিজস্ব অর্থায়নে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে চিকিৎসকদের জন্য করোনা ভাইরাস রোধে সুরক্ষিত ভাবে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন।
এর মধ্যে রয়েছে ১০০ পিস পিপিই, ২০১০ পিস মাস্ক, ২০০ পিস গ্লাভস্ এবং ২৫ পিস গগলস। গগলসগুলি বার বার ব্যবহারযোগ্য।
সোমবার (৩০ মার্চ) সকালে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রতিনিধিদল এসব সামগ্রী জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী’র হাতে তুলে দেন এবং জেলা প্রশাসক তাঁর কার্যালয়ের সামনেই জেলা সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান কাছে হস্তান্তর করেন।
এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আরএসই উবাইদুর রহমান ভুইয়া, এএসই খাইরুল কবীর ও মোস্তাফিজুর রশিদ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।