কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বণার্ঢ্য আয়োজনে ৭৯ পাউন্ড কেক কেটে উদযাপন করা হয়েছে মহামান্য রাষ্ট্রপতির মোঃ আব্দুল হামিদ এঁর ৭৯তম জন্মদিন।
রাষ্ট্রপতির জন্মদিনকে কেন্দ্র করে পুরাতন স্টেডিয়ামে হাজারো মানুষে ঢ্ল নামে। নানান পোশাকে উপস্থিত হয় শিশু থেকে মহিলাগণ। নারী পুরুষের সমাগমে স্টেডিয়ামে নেমে আসে আনন্দের জুয়ার।
জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ জিল্লুর রহমান সভাপতিত্ব করেন। সভায় রাষ্ট্রপতির জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ আফজাল হোসেন, কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাসরুকুর রহমান খালেদ (বিপিএম-বার), জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড কামরুল আহসান শাহজাহান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড এম এ আফজাল, বিজ্ঞ পিপি এ্যাড শাহ আজিজুল হক ও রাষ্ট্রপতির মেঝো ছেলে রাসেল আহমেদ তুহিন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জন্মদিন উদযাপন কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ এ্যাড সোহরাব উদ্দিন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হাবিবুর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবদায়ক ডা. হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডা. মোঃ মুজিবুর রহমান (উপসচিব), রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আ. ন. ম. নৌশাদ খান, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, মহিলা আওয়ামীলীগের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সাবেক সংরক্ষিত মহিলা সাংসদ দিলারা বেগম, সাধারণ সম্পাদক বিলকিস বেগম, বিএমএ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মাহবুব ইকবাল সহ নানা শ্রেণী পেশার প্রতিনিধিগণ।
শত শত বেলুন ও ফানুস উড়িয়ে আকাশ করেছে রঙিন, আতসবাজির শব্দে পুরো এলাকা যেন মুখরিত। প্রখ্যাত বাউল শিল্পী টুনটুন শাহ, ক্লোজআপ ওয়ানের শিল্পী সালমা এবং স্থানীয় শিল্পীদের গান আর নৃত্যে মুখরিত ছিল স্টেডিয়ামের মাঠ।
কিশোরগঞ্জ জেলার সকল উপজেলা, ইউনিয়নেও পালন করা হয় মহামান্য রাষ্ট্রপতির জন্মদিন।