আসন্ন কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার সকালে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. পারভেজ মিয়া পৌর মেয়র কিশোরগঞ্জ, জেলা শিক্ষা অফিসার শামছুন্নাহার মাকছুদা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক’সহ কিশোরগঞ্জ জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় সিভিল সার্জন বলেন, প্রতিবছর দুইবার করে শিশুদের কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়।
এবারও প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত ক্ষুদে ডাক্তাররা ছাত্র-ছাত্রীদের কৃমিনাশক বড়ি খাওয়াবে।
আগামী ২০ মার্চ থেকে দেশের ৬৪ জেলায় ৫-১৬ বছরের সকল বিদ্যালয়গামী ও বহির্ভূত প্রত্যেক শিশু কিশোরকে এবার ৪ কোটি ৬ লাখ জন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনে সকলের সহযোগিতার আহ্বান করেন তিনি।
উল্লেখ্য, কোভিড ১৯ এর কারণে ২০২০ সালে দুই ডোজ কৃমির বড়ি খাওয়ানো হয়নি।