বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার(১ নভেম্বর) সকালে এ উপলক্ষে কিশোরগঞ্জ যুব উন্নয়ন কেন্দ্রে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে একটি আলোচনা সভা, বৃক্ষরোপন ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জের উপ-পরিচালক ফারজানা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকার। বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক।
পরে বৃক্ষরোপন, যুব ঋণের চেক ও প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।