নিজস্ব প্রতিবেদক,কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা সরকারী গণগ্রন্থাগারের আলোচনা, পুরস্কার ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৯ আগষ্ট) বিকেলে জেলা সদরের আলোরমেলাস্থ কিশোরগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগারের অডিটরিয়াম হলে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারী গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান মোঃ আজিজুল হক সুমন।
প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজের সমাজ কল্যাণ বিভাগের প্রভাষক মোঃ আল আমিন।
মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আমিনুল হক সাদীর পরিচালনায় অনুষ্ঠানে প্রতিযোগীদের মধ্যে বক্তব্য রাখেন, হাওর অঞ্চলবাসী কিশোরগঞ্জ এর প্রধান সমন্বয়কারী আলহাজ্ব মোঃ মেহের উদ্দিন, বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপ্লব মোহন চৌধুরী, শিক্ষার্থী আজহারুল ইসলাম রোমান প্রমুখ।
আলোচনাসভাশেষে অতিথিবৃন্দ জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন। এ সময় জেলা সরকারী গণগ্রন্থাগারের কর্মকতার্ কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, প্রতিযোগীগণ, পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ১৫ আগষ্ট স্বপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলেও তাঁর স্বপ্নকে কেউ হত্যা করতে পারেনি। বর্তমানে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনে রাখতে হবে বই হলো জীবনের নিত্য সঙ্গী। পড়াশোনা ও আনন্দের সময় হলো শিক্ষা জীবন। সবাই লাইব্রেরী মুখী হও জ্ঞ্যান আহরণ কর,জীবনে কাজে আসবে। গ্রন্থাগারকে ভালবাসতে শেখো, নিজের বাড়ির আঙ্গিনায় ও ঘড়ে লাইব্রেরী গড়ে তোল।
পরিশেষে সভাপতি গ্রন্থাগারের লাইব্রেরীয়ান মোঃ আজিজুল হক সুমন সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।