কিশোরগঞ্জে জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সৌজন্যে হোসেনপুর ইউএনও’ও কাছে হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর
জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর সৌজন্যে হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক,সাবান,গ্লাভস হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যে বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন কাছে চার শত হ্যান্ড স্যানিটাইজার, এক শত জোড়া হ্যান্ড গ্লাভস, তিন শত সাবান, চার শত পঞ্চাশ পিছ মাস্ক ও দুইটি স্প্রে মেশিন হস্তান্তর করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জ- ১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি এ আসনের জনসাধারণের জন্য হাতে তৈরি হ্যান্ড স্যানিটাইজার তৈরির সহ এগুলো দেয়ার উদ্যোগ গ্রহণ করেন এবং তা বাস্তবায়ন করার দায়িত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডকে।
ইতিমধ্যে অনেক বোতল হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করা হয়েছে এবং এ আসনের প্রত্যেকটি মানুষের কাছে হ্যান্ড স্যানিটাইজার সহ বাকি গুলো পৌঁছে দেয়ার কার্যক্রম চলছে।
কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, জাতির এ ক্রান্তিকালে আমরা সকলকেই সচেতন থাকার আহবান জানাই। আমাদের কিশোরগঞ্জ সদর-হোসেনপুর আসনের প্রত্যেকটি মানুষ যেন সচেতন থাকে সেজন্য এমপি মহোদয় কঠোর দিকনির্দেশনা প্রদান করেছেন এবং আমরা তা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। এই কাজ আমরা অব্যাহত রাখবো।
এ সময় উপস্থিত ছিলেন, সমকাল পত্রিকার কিশোরগঞ্জ ব্যুরো চীফ সাইফুল হক মোল্লা দুলু, দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, হোসেনপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহরুল ইসলাম মানিক, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম, জেলা আওয়ামীলীগ ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কিশোরগঞ্জ জেলা রিপোটার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।