কিশোরগঞ্জ র্যাব-১৪ এর সিপিসি-২ কর্তৃক কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন কিশোরগঞ্জ রেলওয়ে ষ্টেশন এলাকা হতে ৬০ টি আসনের টিকিট’সহ ০২ (দুই) জন টিকিট কালো বাজারী আটক।
সোমবার (২২ মার্চ) রাত ৯ 8 টার সময় র্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোয়েন্দা নজরদারী চালানোর প্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলা সদর থানাধীন রেলওয়ে ষ্টেশন এলাকা হতে ট্রেনের টিকেট কালো বাজারীর সাথে জড়িত সদর থানাধীন পূর্ব তারাপাশা এলাকার তৈয়ব আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪৫) এবং মৃত চান মিয়ার ছেলে মোঃ মানিক মিয়া(৬৯)কে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ কোম্পানি অধিনায়ক, উপ-পরিচালক, লেঃ কমান্ডার, বিএন এম শোভন খান জানান, তাদের নিকট হতে বিভিন্ন তারিখের কিশোরগঞ্জ টু ঢাকা, কিশোরগঞ্জ টু চট্টগ্রাম গামী ট্রেনের ৬০টি আসনের অগ্রিম টিকিট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী রেলের টিকিট কালো বাজারীর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।