দীর্ঘদিন পর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় হাসপাতালের কনফারেন্স রুমে কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দা ডা. জাকিয়া নূর লিপি এমপি’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, উপ-পরিচালক (সমাজসেবা অধিদপ্তর) কামরুজ্জামান, উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) এস এম খাইরুল আমিন, সভাপতি (বিএমএ) জেলা শাখা ডা. মাহবুব ইকবালসহ অরও অনেকে উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব অত্র হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. মোঃ হেলাল উদ্দিন এর সঞ্চালনায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিগত ১ বছরের হাসপাতালের সার্বিক উন্নয়ন কর্মকান্ডের সচিত্র প্রতিবেদন তুলে ধরেন হাসপাতালের ইএমও ডা. সজীব ঘোষ।
সভায় হাসপাতালের চিকিৎসক ও জনবল সংকট, পোস্টমর্টেম প্রক্রিয়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে স্থানান্তর, হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, হাসপাতালকে দালাল মুক্ত করা, হাসপাতালে নতুন এ্যাম্বুলেন্স বরাদ্দকরনের প্রক্রিয়া ও অন্যান্য সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। একই সাথে নব আধুনিকায়নকৃত সুসজ্জিত ব্লাডব্যাংক এর শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য। অত্র হাসপাতালে ৮৮টি চিকিৎসকের পদ থাকলেও শূন্য রয়েছে ৫৫ টি পদ। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিশেষ করে এম.টি(ল্যাব) ইত্যাদি শূন্য পদসমূহ পূরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
ডা. জাকিয়া নূর লিপি (এমপি) বলেন, “হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের সেবা প্রদান ও সার্বিক ব্যবস্থাপনা আমাকে মুগ্ধ করেছে।” হাসপাতালের ব্লাড ব্যাংকটি কিশোরগঞ্জের রোগীদের প্রতিদিনের প্রয়োজনীয় রক্ত পরিসঞ্চালনের চাহিদা পূরণে নতুন মাত্রা যোগ করবে বলেও তিনি জানান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, “বিগত এক বছরে অত্র হাসপাতাল ঢাকা বিভাগে পরপর ১২ বার ১ম স্থান অর্জন করেছে যা কিশোরগঞ্জবাসির জন্য এক অনন্য গৌরব।”