কিশোরগঞ্জে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে র্যাব-১৪ এর টহল দল
ডেস্ক নিউজঃ কিশোরগঞ্জ সদরের পৌরসভাস্থ একরামপুর ব্রীজ এলাকা হতে দুই জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প।
মঙ্গলবার ( ১৭ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ র্যাব-১৪ এর একটি টহল দল একরামপুর ব্রীজের নিকটস্থ জগৎ লক্ষী মিষ্টন্ন ভান্ডারের সামনে থেকে দুই ছিনতাইকারীকে ছিনতাইয়ের সময় হাতেনাতে র্যাব-১৪ টহল দল গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুই ছিনতাইকারী শহরের হারুয়া এলাকার লিটনের ছেলে মোঃ আরিফিন সোহান নিবেল(২৬) আরেকজন শহরের গাইটাল নামাপাড়া এলাকার মোঃ হোসেন আলীর ছেলে মোঃ ইয়াসিন।
কিশোরগঞ্জ জেলার ইটনা থানার বর্শীকুড়া ইউনিয়নের আঃ আহাদের ছেলে রিফাত (১৮)কে দুই ছিনতাইকারী টানাহেঁচড়া করার সময় র্যাব-১৪ এর টহল দল একটি ১৫০ সিসি পালসার মোটর সাইকেল ও ফোল্ডিং গিয়ার চাকু সহ আটক করে।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।