নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জে নকল ব্র্যান্ডোলযুক্ত ১০ লক্ষ মহিনী বিড়ি জব্দ করেছে কিশোরগঞ্জ কাষ্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
বুধবার(২ সেপ্টেম্বর) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে হোসেনপুরের গফরগাঁও রোডের হাজিপুর বাজার সংলগ্ন গোডাউনে কিশোরগঞ্জ কাষ্টমস্ এক্সাইজ ও ভ্যাট এর সহকারী কমিশনার মনোয়ারা বেগমের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে ১০ লক্ষ মহিনী বিড়ি আটক করে।
কিশোরগঞ্জ কাষ্টমস্ এক্সাইজ ও ভ্যাট এর সহকারী কমিশনার মনোয়ারা বেগম জানান, নকল ব্র্যান্ডোলযুক্ত বিড়ি জব্দ করে ভুক্তভোগীকে আইনের আওতায় আনা হচ্ছে। এ অভিযান অব্যহত থাকবে। দ্রুত নকল ব্র্যান্ডোলযুক্ত বিড়ি জিরো টলারেন্সে চলে আসবে।