র্যাব-১৪ কিশোরগঞ্জ কর্তৃক কিশোরগঞ্জ জেলার সদর
থানাধীন পুরান থানা মোড় সংলগ্ন ইসলামীয়া সুপার মার্কেটের সামনে হতে ২ পিস নকল স্বর্ণের বার এবং ভিকটিমের ২টি স্বর্ণের কানের দুল’সহ ২ জন প্রতারক আটক।
৩ মে সোমবার সকাল ১০টার সময় নকল স্বর্ণের বার
প্রদানের মাধ্যমে ২টি স্বর্ণের কানের দুল প্রতারনা করে নিয়ে যায় মর্মে র্যাব এর নিকট একটি অভিযোগ করা হয়। উক্ত অভিযোগের ভিত্তিতে উক্ত প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযোগের দিন সোমবার দুপুর ২টার সময় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার এম শোভন খান, বিএন এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন পুরান থানা মোড় সংলগ্ন ইসলামীয়া সুপার মার্কেটের সামনে হতে কিশোরগঞ্জ সদর থানাধীন যশোদল মধ্য পাড়ার আব্দুর রাশিদের ছেলেমোঃ মজিবুর মিয়া (৩৫),ও মোঃ আলী আকবর এর ছেলে মোঃ হারুন মিয়া(২৮) কে ২টি নকল স্বর্ণের বার এবং ভিকটিমের
২টি স্বর্ণের কানের দুল’সহ গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ নকল স্বর্ণের বার এর মাধমে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রতারনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।