৭৫০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ অবৈধভাবে মজুদ করার দায়ে কিশোরগঞ্জ বড়বাজার গাজী মার্কেট এর মা বাবা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা র্যাব-১৪ এর ভ্রাম্যমাণ আদালত।
১৪ ডিসেম্বর বিকালে কিশোরগঞ্জ জেলার মডেল থানাধীন বড় বাজার গাজী মার্কেট এলাকায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার এম শোভন খান, বিএন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাহমুদুল হাসান দ্বয়ের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে জেলার মডেল থানাধীন বিন্নাটি কালোটিয়া গ্রামে আব্দুল কুদ্দুসের ছেলে বড় বাজারের ব্যবসায়ী রাজিব মিয়াকে অবৈধভাবে ৭৫০ কেজি নিষিদ্ধ পলিথিন মজুদ করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও স্থানীয় বাজারে দোকান গুলোতে মূল্য তালিকা না টানানোর দায়ে বৌলাই এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে সুজন (৪০), বগাদিয়া এলাকার মৃত ভূষণ রায়ের ছেলে বকুল (৪০), বৌলাই এলাকার মৃত মনু মিয়ার ছেলে সাইদুর (৫০) দেরকে ৫ হাজার সহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।